বঙ্গোপসাগরে মৎস্য অধিদপ্তরের অভিযান; ৫ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূল থেকে বঙ্গোবসাগরে কোষ্টগার্ড সিজি স্টেশন গহিরা ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সম্মিলিত বিশেষ কম্বিং অভিযানে উপকূলীয় নিষিদ্ধ ৫ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১১,০০০ মিটারের ১১টি বেহুন্দীজাল জব্দ করা হয়েছে।
শনিবার(১৬ই জানুয়ারি) সকাল ১০ থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে এইসব জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব অবৈধ জাল কোষ্টগার্ডের পল্টনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃমাহাববুর রহমান, উপজেলা মৎস্য বিভাগের এফ. এ জাহেদ আহমেদ, অফিস সহকারী মোহাম্মদ এনামুল হক, বাংলাদেশ কোস্ট গার্ড সাংগু-গহিরা পিও এম শফিকুল ইসলাম, সহ কোস্ট গার্ডের অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী বলেন, এই সব অবৈধ জাল নিধন দেশের মৎস্য সম্পদ এবং পাশাপাশি জীব বৈচিত্র রক্ষার্থে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হচ্ছে, এবং এই অপারেশন অব্যাহত থাকবে।
এশিয়াবিডি/ জাহিদ/ এমকে

