আম্ফান: পশ্চিমবঙ্গে আঘাতে নিহত ৭২

ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে ৭২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কলকাতাতেই মৃত্যু হয়েছে ১৫ জনের। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ তথ্য জানিয়েছেন।

মমতা জানান,  গাছ পড়ে বা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এদের সবার মৃত্যু হয়েছে। নিহতদের পরিবার পিছু ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। আম্ফানের তাণ্ডবে বিপর্যস্ত জেলা পুনর্গঠনে এক হাজার কোটি রুপির তহবিল গঠন করার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার নবান্নে টাস্কফোর্সের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আবহাওয়া ঠিক থাকলে, শনিবার দুই ২৪ পরগনার পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করব।’

পরবর্তী সময়ে বিধ্বস্ত জেলাগুলি পরিদর্শনেরও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। মন্ত্রীদেরও জেলায় জেলায় পরিস্থিতি ঘুরে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে প্রতি ক্ষেত্রেই সামাজিক দূরত্ববিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন তিনি।

আম্ফান পরবর্তী রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার টুইট করে মোদি  জানিয়েছেন, গোটা ভারত পশ্চিমবঙ্গের পাশে আছে।

মোদি বলেছেন, ‘পশ্চিমবঙ্গে আম্ফান যে ভাবে ধ্বংসলীলা চালিয়েছে, সেই দৃশ্য দেখেছি। এই সঙ্কটময় মুহূর্তে গোটা দেশ পশ্চিমবঙ্গের পাশে আছে। রাজ্যের মানুষের শুভ কামনা করছি।’

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ