কবিতাঃ হারানোর বেদনা
হারানোর বেদনা
- আব্দুল আজিজ
বিবাগী মন কাঁদে হে বন্ধু তোমার জন্য
তুমি পাড়ি দিয়েছো অনন্ত জীবনে -
এভাবে চলে যাবে,ভাবেনি কেহ!
তোমার শ্রম আর ঘাম জড়ানো কিশোলয়ের
তৃণলতা ধুলিকনা হাহাকার করছে,
তার তুরণ দিয়ে গম্ভীর মুখকানি প্রবেশ হবেনা।…