কবিতাঃ নীরব দহন

নীরব দহন

মুনীম বাপ্পী

দেশান্তরীতে শুরু যাযাবর জীবনের
সময় আর স্রোতের সুষ্টু গণনায়
রেমিট্যান্স যোদ্ধাদের একজন হয়ে
দুচোখের কোণে ভালবাসার রঙ মাখিয়ে ।
স্বপ্ন দেখি শুধু সাজানো জমিনে ফুলের বাহার
কখনো যেন কোন ফুল না যায় ঝরে হৃদয় হতে
আমি কিংবা সে অথবা স্বপ্নতরী নাবিকের
ভালবাসার আঙিনায় থাকে সুন্দর আল্পনায়।

সাত সমুদ্র তের নদীর পাদদেশ হতে
আঁকি শুধু ভালবাসার আবিরে একাকিত্বের প্রতিচ্ছবি
কল্পনা বিমগ্নে ভাবি শুধু পারবো কি?
আশা-নিরাশার দোলাচলে স্বপ্নদ্রষ্টার বাস্তবায়ন।
ইচ্ছে-গুলোকে ছেঁটে দেই সকলের তরে
আমি যে রেমিট্যান্সযোদ্ধা বাপের বড় ছেলে এই ভরসা!

আরও সংবাদ