গান্ধী পরিবারের বিশেষ নিরাপত্তা তুলে নিচ্ছে মোদি সরকার

এবার রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নিরাপত্তায় অবনমন হতে চলেছে। ভারতের কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গেছে, এখন থেকে আর স্পেশাল  প্রোটেকশন গ্রুপ (এসপিজি) ক্যাটাগরির নিরাপত্তা পাবেন না সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। তার বদলে কেবল জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তাই বহাল থাকবে তাদের জন্য। কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গেছে, এসপিজি নয়, এখন থেকে গান্ধী পরিবারের নিরাপত্তায় থাকবে সিআরপিএফ।

নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি খতিয়ে  দেখেই সম্প্রতি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে গতকাল পর্যন্ত গান্ধী পরিবার এবং কংগ্রেসকে কিছু জানানো হয়নি।

আরও সংবাদ