ভ্রাম্যমাণ আদালত দেখে কমে গেল পেঁয়াজের দাম

মাদারীপুরের টেকেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাৎক্ষনিক পেঁয়াজের দাম কমে গেল কেজিতে ৫০ টাকা। ফলে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ে পেঁয়াজের দোকানগুলিতে। এমনকি এসময় সাংবাদিকরা বাদ যাননি। এ সুযোগে তারাও কিনে নেন পেঁয়াজ।

সোমবার মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের পাইকারি বাজারে এ ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়ায় এর প্রভাব পড়ে খুচরা বাজারেও। ২৫০ টাকা থেকে নেমে ১৭০/১৮০ টাকায় বিক্রি হয় পেঁয়াজ। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন।

অফিস সূত্র জানায়, সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিনের নেতৃতে ভ্রাম্যমাণ আদালত হঠাৎ টেকেরহাট বন্দরের পাইকারি বাজারে অভিযান চালায়। এসময় পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছিল। পরে বেশি দামে বিক্রির দায়ে ব্যবসায়ী মো. খোকন খালাশীকে ৫০০০, শফিকুলকে ৫০০০, রিপনকে ৫০০০, চুন্নুকে ৩০০০ ও পলাশকে ৩০০০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপরেই দ্রুত পেঁয়াজের দাম কমে ১৫০ টাকা বিক্রি শুরু হয়।

আরও সংবাদ