বঙ্গবন্ধুর ছবির উপর ভেসিনের পাইপ! উদাসীন কর্তৃপক্ষ

উদাসীনতা, খামখেয়ালীপনা আর নিজ নিয়মেই চলছে সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ জনপদের মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বক্ষনিক ডাক্তার না থাকা, সেবার মান নিয়ে প্রশ্ন, রোগীর নূন্যতম চিকিৎসা না দিয়েই সিলেটে রেফার করা সহ নানা অভিযোগ রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে।

সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ দেখিয়ে দিলো তাদের উদাসীনতার আরেকটি নজির।

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, মূল গেইটের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর একটি ব্যানারে বঙ্গবন্ধু’র ছবিতে ফুড় করে একটি ভেসিনের পাইপ লাগানো হয়েছে। বিষয়টিকে ভিন্ন চোখে দেখছেন বালাগঞ্জের সচেতন মহল। যা উপজেলার সচেতন মহলে সমালোচনারও জন্ম দিয়েছে।

অনেকেই বলছেন, একটি জাতির কর্নধারের ছবির উপর এভাবে পাইপ লাগানোর কাজটি ঠিক হয়নি।কর্তৃপক্ষ চাইলে আশেপাশের অনেক জায়গাতেই পাইপ লাগাতে পারতেন।

আবার কেউ কেউ বলছেন, বাঙ্গালী জাতির অবিসংবাদিত এ নেতার ছবির উপর পাইপ লাগিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর প্রতি অবমাননা করেছেন।

এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা তুহিন মনসুর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশ নামক এ রাষ্ট্রের জন্মদাতা। জাতির এ শ্রেষ্ট সন্তানের ছবির উপর পাইপ লাগিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর প্রতি তাদের নূন্যতম শ্রদ্ধাবোধ যে নেই তার প্রমান দিলেন।

বিষয়টি হতাশা জনক উল্লেখ করে বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি নূন্যতম শ্রদ্ধাবোধ থাকলে কেউ এমন কাজ করেন না। একটি সরকারি প্রতিষ্ঠানে জাতির জনকের প্রতি শ্রদ্ধাবোধের অভাব দেখে আমরা ছাত্রলীগ নেতাকর্মীরা মর্মাহত। বিষয়টি আমাদের হৃদয় স্পর্শ করেছে। আমি এহেন কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম শাহরিয়ার বলেন, বিষয়টি আমি দেখতেছি।

এশিয়াবিডি/কামরান/তারেক

আরও সংবাদ