সিলেটের শ্রী প্রকাশ বাবু বললেন ঢাক-ঢোলের সুদিন নেই

 

সুরমা নিউজ ডেস্ক:
আগের মতো ঢাক-ঢোলের তেমন চাহিদা এখন আর নেই। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছে ঢাক, ঢোল, তবলাসহ দেশীয় বিভিন্ন বাদ্যযন্ত্র। সিলেটের কদমতলি এলাকার বাসিন্দা শ্রী প্রকাশ বাবু দীর্ঘ ৪০ বছর ধরে বাদ্যযন্ত্র তৈরি করে আসছেন। ৫০ বছর বয়সী শ্রী প্রকাশ বাবু ছোটবেলা থেকেই তাদের পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়েন। বর্তমানে নগরের হুমায়ূন রশীদ চত্বরে বাদ্যযন্ত্রের দোকান তাঁর। উন্নত প্রযুক্তির যুগে এসে এসবের চাহিদা তেমন না থাকায় হতাশ এই শিল্পী। গানের সঙ্গে তাল মিলিয়ে নিজেও বাদ্যযন্ত্রও বাজান তিনি। বাদ্যযন্ত্রের প্রতি মানুষের আগ্রহ বাড়ুক—এই আকুতি তাঁর।

আরও সংবাদ