সিলেটে পৃথক ঘটনায় ঝরে গেল দুই শিশুর প্রাণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের কোম্পানীগঞ্জে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে অটোরিকশার চাপায় করিম আহমদ (৫) নামের এক শিশু এবং বিকেলে পানিতে ডুবে সাকিল আহমদ (১০) নামের আরেক শিশুর মৃত্যু হয়।
জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে কোম্পানীগঞ্জের খাগাইল এলাকায় সিলেটগামী সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় পথচারী শিশু করিম আহমদ গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত করিম আহমদ খাগাইল এলাকার আব্দুল আহাদের ছেলে।
সিলেট ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচর্জ (এসআই) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বুধবার বিকেলে ৪টার দিকে উপজেলার ধলাইনদী টুকেরবাজার খেয়াঘাটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাকিল আহমদের মৃত্যু হয়। সে টুকেরবাজার রাজনগর গ্রামের হজরত আলীর ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।