জগন্নাথপুরের শাহারপাড়া বাজার থেকে র্যাবের জালে ভুয়া ডাক্তার
জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া বাজার থেকে এক ভুয়া এমবিসিএস ডাক্তারকে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯ সিলেটের একটি দল গ্রেপ্তার করেছে। বুধবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। থানা পুলিশ জানায়, ফেনীর সোনাগাজী থানার সোনাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে বেলাল হোসেন শাহারপাড়া বাজারে একটি ফার্মেসীতে (ঔষধের দোকান) নিজেকে এমবিবিএস ডাক্তারের পরিচয় দিয়ে
অনেকদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন। এখবর পেয়ে সোমবার রাতে র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালে বেলাল হোসেন প্রথমে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দেয়। এসময় প্রয়োজনীয় কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তাকে গ্রেপ্তার করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত চিকিৎসককে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে র্যাব বাদি হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেছে।