বৃক্ষরোপন করে শেখ হাসিনার জন্মদিন পালন করল সিলেট মহানগর যুবলীগ
সুরমা নিউজ ডেস্ক:
রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সিলেটে এ বৃক্ষরোপ কর্মসূচীর উদ্বোধন করেন সিলেট মহানগর যুবলীগের নব নির্বাচিত সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
বৃক্ষরোপনকালে নেতৃবৃন্দ বলেন, আজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরতœ শেখ হাসিনার জন্মদিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা-মনন, সততা, নিষ্ঠা, যোগ্যতা, প্রাজ্ঞতা, দক্ষতা, সৃজনশীলতা, উদারমুক্ত গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। এক সময়ের কথিত ‘তলাবিহীন ঝুড়ি’ দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত যে বাংলাদেশকে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করতে হয়েছে জননেত্রী শেখ হাসিনার কল্যাণমুখী নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে। বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের নেতৃবৃন্দের মধ্যে ফাইয়াজ খান ছলিট, রাহেল আহমদ চৌধুরী, আনিসুর রহমান তিতাস, রিমাদ আহমদ রুবেল, আব্দুর রব সায়েম, আবিদুর রহমান শিপলু, তারেক আহমদ, দেওয়ান মুরাদ হাসান, জাহির চৌধুরী, রূপম আহমদ, লিটন দেব, ওবায়েদ বিন বাছিত সুমন, আব্দুল হাফিজ নুর আলী, সাকারিয়া হোসেন সাকির, হাসনাত চৌধুরী শিপলু, এমদাদ হোসেন ইমু, মোমিনুল ইসলাম, আবির হাসান রানা, মাহবুবুল মালিক গুড্ডু, নাজমুল ইসলাম চৌধুরী, আহসানুল হক দিদার, সাদেক খান, বাপ্পী দাস, জামাল আহমদ, আজহার উদ্দিন সিজিল, লোকমান আহমদ, আবেদ আহমদ, হাবিব মনোয়ার, লন্টু গুপ রাজু, অপরাজিত ঘোষ, আমিনুর রহমান আমিন, রিপন কোরেশী, কবির আহমদ, আকিল আহমদ, অমিত জিৎ প্রমুখ। এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষক আব্ ুইউসুফ মোহাম্মদ শাহীদ, তপন সরকার সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।