ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলা, ৪ পুলিশ নিহত
ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশ সদরদপ্তরে ছুরি হামলায় চার পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয় । পুলিশ ইউনিয়নের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন ।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টায় প্যারিসের কেন্দ্রস্থলে নটর-দাম ক্যাথেড্রালের কাছে এই হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারছেন না কর্মকর্তারা। তবে বিট্রিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ জানিয়েছে,২০ বছর বয়সী ঐ হামলাকারী পুলিশ সদরদপ্তরের গোয়েন্দ বিভাগের একজন এডমিনিসস্টেটর বা প্রশাসক হিসাবে কাজ করতেন।
পুলিশ সদরদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছে হামলাকারী আগে কখণই কোনো সমস্যা তৈরি করেনি তবে আজ হঠাৎ করেই কেন এ ধরনের কর্মকান্ডে লিপ্ত হলো তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও এমেরি সিয়ামেন্ডি নামে আরেক কর্মচারী সংবাদ মাধ্যমকে বলেছেন, তিনি গুলির শব্দ শুনেছেন এবং দু’জন অফিসারকে অশ্রুসিক্ত অবস্থায় একটি অফিস থেকে বেরিয়ে আসতে দেখেছেন।
এদিকে এমন ঘটনার পর পুলিশ সদরদপ্তরের আশপাশের এলাকায় মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে । নিরাপত্তার কারণে নিকটবর্তী মেট্রো স্টেশন বন্ধ রাখার কথা জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ। দীর্ঘ সময় কাজ, কম মজুরি ও আত্মহত্যার ঘটনা বাড়তে থাকার প্রতিবাদে ফ্রান্সজুড়ে পুলিশ কর্মকর্তারা ধর্মঘট শুরুর একদিন পরই এ হামলার ঘটনা ঘটল।