সিলেটে সুরমা নদীতে মাছ ধরে বাড়ি ফেরা হলো না প্রবাসীর


সিলেটের কানাইঘাটে সুরমা নদীতে মাছ ধরতে গিয়ে হাবিবুর রহমান নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের দর্জিমাটি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত হাবিবুর রহমান ওই গ্রামের আব্দুল হান্নানের ছেলে। স্থানীয়রা জানান, সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান বাড়ির পাশে সুরমা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে গেলে পানিতে ডুবা রোঙ্গা তুলতে যান। এ সময় রোঙ্গার দড়ি পেঁচিয়ে গেলে তিনি পানির নিচে আটকা পড়ে মারা যান। পরে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করেন। পারিবারিক সূত্রে জানা যায়, হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসে ছিলেন। সেখান থেকে ছুটি নিয়ে ২ মাস আগে বাড়িতে আসেন।

তিনি দুই কন্যা সন্তানের জনক। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ তার বাড়িতে ভিড় করেন। কানাইঘাট থানার ওসি শামসুদ্দোহা জানান, তিনি ঘটনাটি জেনেছেন।

আরও সংবাদ