শ্রমিক মজলিস বালাগঞ্জ ইউনিয়ন শাখা গঠন
শ্রমিক মজলিস বলাগঞ্জ উপজেলাধীন বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখা গঠন করা হয়। আজ শুক্রবার স্থানীয় মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত শুরা অধিবশনে ছালিক আহমদকে সভাপতি ও আমির হোসেনকে সাধারণ সম্পাদক করে শ্রমিক মজলিস বালাগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন করা হয়। উক্ত শুরা অধিবেশনে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার ছিলেন খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি হুসাইন আহমদ মিসবাহ।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল বাতিন, সহ-সেক্রেটারি গিয়াস উদ্দিন নোমান, শ্রমিক মজলিস বালাগঞ্জ উপজেলা সেক্রেটারি এমরান আহমদ, অর্থ সম্পাদক শিমুল আহমদ। নবগঠিত শ্রমিক মজলিস বালাগঞ্জ সদর ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি মোঃ মজলু মিয়া, মোঃ আব্দুল মনাফ। সহ-সেক্রেটারি মোঃ নুনু মিয়া। সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম। অর্থ সম্পাদক মাসুম আহমদ। প্রচার সম্পাদক হাবিব মিয়া। অফিস সম্পাদক এনাম মিয়া। সমাজকল্যাণ সম্পাদক জাবেদ মিয়া। নির্বাহী সদস্য নোমান মিয়া।