ছাতকে ব্রিজের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ছাতকে ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত প্রায় সাড়ে ৩টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মনবেগ ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে এ অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে সড়কের জয়কলস হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে সন্ধ্যায় অানজুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন সম্পন্ন হয়।এ ব্যাপারে সড়কের জয়কলস হাইওয়ে (বদিরগাঁও) পুলিশের ইনচার্জ মো. রনু মিয়া ও এএসআই মো. ইয়ামিন মিয়া বলেন, দায়িত্বরত অবস্থায় ছাতক উপজেলাধীন সড়কের মনবেগ ব্রিজের পূর্ব পাশের রাস্তা থেকে অজ্ঞাতনামা এ ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
পরে ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় আনজুমানে মফিদুল ইসলামের মাধ্যমে সুনামগঞ্জে দাফন সম্পন্ন করা হয়েছে। লাশের গায়ে ছিল সাদা পাঞ্জাবী ও কালো প্যান্ট। সড়কে চলাচলরত যে কোন ধরণের যানবাহন তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে পালিয়ে গেছে। প্রাথমিক অবস্থায় তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা পুলিশের।