সিলেটে পররাষ্ট্রমন্ত্রীকে রিসিভ করতে নবাগতদের ভীড়, গা ঘেষে সেলফি
সিলেট-১ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সিলেট এসে পৌছেছেন।
তাকে রিসিভ করতে ওসমানী বিমানবন্দরে উঠতি বয়সি ছাত্রলীগ-যুবলীগের নবাগতদের ভীড়। মন্ত্রীর ডানে-বামে পেছনে এতটাই ভীড় লক্ষণীয় যা প্রশাসনের নিরাপত্তায়ও বিঘ্ন ঘটে নি তো! ছবি দু’টোর একটিতে পররাষ্ট্রমন্ত্রী মাথা নিচু করা অবস্থায় দেখা যায়। আর অপরটিতে মন্ত্রীর মুখে হাসি নেই।
মঙ্গলবার দুপুরে সামাজিক যোগােযাগ মাধ্যমে এক যুবককে পররাষ্ট্রমন্ত্রীর গা ঘেষে সেলফি তুলার দৃশ্য দেখে সচেতন মহলের হৃদয়ে কড়া নাড়ছে। আসলে এসব কীসের আলামত!