মাথায় কালো কাপড় বেঁধে সিলেটে ছাত্রদলের মিছিল
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভ-মিছিল করেছে সিলেট ছাত্রদল। বুধবার (৯ অক্টোবর) দুপুরে নগরের জিন্দাবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রিকাবীবাজার গিয়ে পথসভার মাধ্যমে সমাপ্ত হয়। পথসভায় বক্তারা আবরার ফাহাদ হত্যাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিমের যৌথ পরিচালনায় মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন- মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, জেলার সহ-সভাপতি এনামুল হক, মহানগরের সহ-সভাপতি আব্দুল করিম জোনাক ও আব্দুল হাসিব।
এছাড়া জেলার সহ-সভাপতি জুবের আহমদ জুবের, আবুল কালাম, শিহাব খাঁন, মহানগরের সহ-সভাপতি তানভীর আহমেদ চৌধুরী, জেলার সহ-সভাপতি এনামুল কবির চৌধুরী সোহেল, জহিরুল ইসলাম রাসেল, মহানগরের সহ-সভাপতি কবির আহমেদ চৌধুরী উজ্জ্বল, জেলার সহ-সভাপতি মিনার হোসেন লিটন, মহানগরের সহ-সভাপতি সোহেল রানা, জেলার সহ-সভাপতি উসমান হারুন পনির, মহানগরের যুগ্ম-সম্পাদক হোসাইন আহমদ, যুগ্ম-সম্পাদক ফাহিম রহমান মৌসুম, জেলার যুগ্ম-সম্পাদক আশরাফ উদ্দিন রাজীব, আলী আকবর রাজন, দুলাল রেজা, মহানগরের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলার যুগ্ম-সম্পাদক জুবায়ের আহমদ লিলু, মহানগরের যুগ্ম-সম্পাদক সদরুল ইসলাম লোকমান, জেলার যুগ্ম-সম্পাদক তানিমুল ইসলাম তানিম, তাজুল ইসলাম সাজু, মহানগরের সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।