কমলগঞ্জে পুকুরে ডুবে শিশু কন্যার মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছাতকছড়া গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মাইসা আক্তার। সে ছাতকছড়া গ্রামের মঈন উদ্দীনের মেয়ে। রবিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বসত ঘরের পিছনের দরজার সঙ্গে পুকুর পাড়ে শিশুটির মা কাপড় ধোয়ায় ব্যাস্ত ছিলেন। এসময় পাশ থেকে ১৯ মাস বয়সী শিশু মাইসা পুকুরে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাজেদুল কবির বলেন, শিশুটিকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।