দারাজে শাড়ি কিনলে পেঁয়াজ ফ্রি!
জনপ্রিয় ই-কমার্স সাইট দারাজে শাড়ির সাথে পেঁয়াজ ফ্রি দেওয়ার অফার দিয়ে একটি বিজ্ঞাপন দেয়া হয়েছে। আর এই বিজ্ঞাপন নিয়ে নেটদুনিয়ায় চলছে নানা আলোচনা। দারাজের ফেরিওয়ালা ব্রান্ডের কালো ও সোনালি রঙের একটি সিল্কের শাড়ির সাথে এক কেজি পেঁয়াজ ফ্রি দেওয়া হবে বলে বলা হচ্ছে। আর শাড়ির মূল্য ধরা হয়েছে ১ হাজার ১৩০ টাকা।
লিঙ্কটির প্রশ্ন উত্তর সেকশনে দেখা যায় অনেকেই শাড়ির সাথে পেঁয়াজ ফ্রি দেওয়ার বিষয়টি নিশ্চিত হতে প্রশ্ন করছে। একজন বিষয়টিকে “বছরের সেরা অফার” বলেও অভিহিত করেছেন। কেউ কেউ হাস্যরস করছেন বিষয়টি নিয়ে।
এ নিয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকেও বেশ আলোচনা চলছে।
পেঁয়াজের ঝাঁঝে পুড়ছে পুরো দেশ। গত ২৯ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর থেকেই দেশে পেঁয়াজের দাম আকাশচুম্বী। মিশর, তুরস্ক, মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করেও কমছে না দাম। পেঁয়াজের এই তীব্র ঝাঁঝের রেশ পড়েছে দেশের সবচেয়ে বড় ই-কমার্স সাইট দারাজেও।
এদিকে, গতকাল রোববার পেঁয়াজ খাওয়া বাদ দিতে প্রচারণা চালিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম সুজন।