শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন আগামী বছরের ৮ জানুয়ারি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন ২০২০ সালের ৮ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হবে। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদ সমাবর্তনে সভাপতিত্ব করার সম্মতি জ্ঞাপন করেছেন। সোমবার (২১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সমাবর্তনের রেজিস্ট্রেশন চলবে আগামী ৩০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। স্নাতক, স্নাতক সমমান, বিএসসি নার্সিং এর জন্য ৪০০০ (চার হাজার) টাকা, স্নাতকোত্তরের জন্য ৪৫০০ (চার হাজার পাঁচশ) টাকা এবং এমবিবিএস, বিডিএস, এমফিল, পিএইচডি’র জন্য ৬০০০ (ছয় হাজার) টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক ও সমমানের ২০০৫-২০১৪ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা, ২০০২-০৩ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর (মাস্টার্স) উত্তীর্ণ শিক্ষার্থীরা এবং ২০০২-০৩ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষ পর্যন্ত এমবিবিএস, বিডিএস, এমফিল, পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থী যারা ২০০৭-২০১৫ সালের মধ্যে এ ডিগ্রি অর্জন করেছেন, তারা এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।