যুক্তরাজ্যের একটি লরির কন্টেইনার থেকে এক কিশোরসহ ৩৯টি মরদেহ উদ্ধার
করা হয়েছে। এ ঘটনায় লরির চালককে আটক করা হয়েছে।
লন্ডনের ডেইলি মেইলের খবর, মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে যুক্তরাজ্যের গ্রেস শহরের ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে পার্কিং করা অবস্থায় লরিটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, লরিটি বুলগেরিয়া থেকে এসেছে এবং ওয়েলসের হলিহেডে ফেরি ধরতে যাচ্ছিলো।
লরি চালক উত্তর আয়ারল্যান্ডের ওই ২৪ বছরের যুবককে সন্দেহভাজন হত্যাকারী হিসেবে আটক করেছে পুলিশ।
পুলিশ সুপার অ্যান্ড্রু মেরিনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলেছেন, ‘এটি একটি মর্মান্তিক ঘটনা, যেখানে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে। আসলে কী ঘটেছে তা উদঘাটন করতে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি গত শনিবার লরিটি বুলগেরিয়া থেকে আসে এবং হলিহেডে প্রবেশ করে। আমরা সহকর্মীদের নিয়ে এ বিষয়ে গভীর তদন্ত করছি।