মিশরে বন্যায় অন্তত ১১ জনের প্রাণহানি
মিশরে দুই দিনের বন্যায় চার শিশুসহ অন্তত ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্টমনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট, ছাদ ধস ও ছাদ থেকে পড়াসহ বন্যাজনিত কারণে মারা যায় তারা।
গত মঙ্গল (২২ অক্টোবর) ও বুধবার মিশরের রাজধানী কায়রোতে ভারী বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়। এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রধান প্রধান সড়কগুলো প্লাবিত হয়েছে ও রাস্তায় ভয়াবহ ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, কায়রো বিমানবন্দরে পানির মধ্য দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে।
চলতি সপ্তাহের অস্থিতিশীল আবহাওয়ার পূর্বাভাস দিয়ে গত রবিবার একটি বিবৃতি দেয় মিশরের আবহাওয়া কর্তৃপক্ষ।