আইডিয়াল এডুকেটেড সোসাইটির ৫ম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
দি আইডিয়াল এডুকেডেট সোসাইটির ৫ম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২৫ অক্টোবর শুক্রবারে। সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের বড়কাপনস্হ রাজারগাঁও দাখিল মাদ্রাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১নং জালালাবাদ এবং ২নং হাটখোলা ইউনিয়নের ৩০টি প্রতিষ্ঠানে প্রায় ২০০ জন ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন , সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী , সদর উপজেলা আল ইসলাহ র সভাপতি ক্বারি মাওলানা নুরুল হক, রাজার গাঁও দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাঃ শেহাবুল হক, সানরাইজ আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক ছফির উদ্দীন প্রমুখ।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সোসাইটি’র সভাপতি মাওলানা হেলাল আহমদ, সহঃ পরীক্ষা নিয়ন্ত্রক সোসাইটি’র সাধারণ সম্পাদক মুহাঃ নজমুল হুদা জিয়া।
হল সুপারের দায়িত্ব পালন করেন হাফিজ রুহুল আমিন ও মাওলানা ফয়সল আহমদ। পরীক্ষা চলাকালীন সময়ে অন্যান্যের মধ্য হল পরির্শন করেন উমাইরগাঁও দারুল মোস্তফা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা কামাল উদ্দীন, ব্যাংক কর্মকতা শমসের আলী, বেগম রোকেয়া গালর্স স্কুল এন্ড কলেজের শিক্ষক খালেদ আহমদ, আল মিনা একাডেমির শিক্ষক সাইদুল হক, স্বপ্ননীড় আদর্শ সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক সাদ আহমদ, শাহ পরান মডেল মাদ্রাসার শিক্ষক কমর উদ্দিন প্রমূখ।
প্রত্যবেক্ষক দায়িত্ব পালন করেন নুরুল হক রাজু, হাফিজ গিয়াস উদ্দিন, বাতির আলী, আমান আহমদ চৌধুরী, মাওলানা মুজিবুর রহমান, ছাব্বির আহমদ, সাদিক আহমদ, কামরুল হাসান মুন্না।
উপস্হিত ছিলেন সংস্থার সদস্য মাহতাব হুসাইন, রাসেল আহমদ, লিয়াকত খান, বদরুল আমিন চৌধুরী, জাকারিয়া আহমদ, আব্দুর রহমান প্রমুখ।