কৃষকের ঘরে দুমুখো সাপ!
মাঝে মাঝে দুমুখো সাপের কথা শোনা যায়। কিন্তু দেখা মেলে না। তবে এক কৃষকদু’মুখো সাপ খুঁজে পেয়েছেন! সেই সাপের ভিডিও করেছেন, তুলেছেন ছবি।
এই দুই মাথাওয়ালা সাপকে পাওয়া গেল চীনের হাবেই প্রদেশের শেনঝৌ এলাকার এক গ্রামে। ‘পিপলস ডেইলি, চায়না’ এ ঘটনার ভিডিও শেয়ার করেছে।
চীনের গণমাধ্যম জানায়, সোমবার চীনের হাবেই প্রদেশের শেনঝৌ এলাকার কৃষকের ঘরে এক দুমাথাওয়ালা সাপকে খুঁজে পেয়েছেন!
ওই কৃষক জানিয়েছেন, সাপটিকে তুলে এনে একটা পাত্রে রেখে দেন তিনি। খবর পেয়ে সাপটিকে দেখতে গ্রামের সবাই ভিড় করে তার বাড়িতে।
এ ঘটনার একটি একটি ভিডিও শেয়ার করেছে ‘পিপলস ডেইলি, চায়না’। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, দুমুখো সাপটি কেমন মসৃণ গতিতে ঘরের মেঝেতে ঘুরে বেড়াচ্ছে।
তবে শেষ পর্যন্ত সাপটি পালিয়ে যায়। এক শিশু পাত্রটি উলটে দিতেই সুযোগ বুঝে পালিয়ে যায় সেই দুই মাথাওয়ালা সাপ।
বিশেষজ্ঞদের বরাত দিয়ে এনডিভি জানিয়েছে, এই দুই মাথাওয়ালা সাপ খুবই বিরল। কিন্তু এই সাপ প্রকৃতির কোলে সেভাবে টিকতে পারে না। তার কারণ তাদের এই শারীরিক ত্রুটি। যার কারণে তাদের গতি শ্লথ হয়ে যায়। ফলে সহজেই তারা অন্যের ‘টার্গেট’ হয়ে যায়।
এর আগে সেপ্টেম্বরে আমেরিকার নিউ জার্সিতে দেখা গিয়েছিল দুই মাথাওয়ালা র্যাটল সাপের।