রাজনগরে জাতীয় শ্রমিক লীগের বর্ধিত সভা
মৌলভীবাজারের রাজনগরে জাতীয় শ্রমিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিক লীগের আয়োজনে শুক্রবার বিকেলে শিক্ষক কল্যাণ ভবণে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সৈয়দ শওকতুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাউন্সিলার আসাদ হোসেন মক্কু।
উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব নান্নু আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শ্রমিক লীগের জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকারিয়ার আহমদ, জেলা সহ-সভাপতি কায়েছ আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদ, রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খান সহ বিভিন্ন ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা।