ঘরোয়া উপায়ে খুশকি দূর করুন

শ্যাম্পু বদলালেই অনেক সময় দূর হয়ে যায় খুশকি। তবে যাদের সমস্যা খুব বেশি, তাদের ক্ষেত্রে শুধু শ্যাম্পু বদলালেই হবে না। সঙ্গে চাই বাড়তি পরিচর্যা। জেনে নিন ঘরোয়া উপায়ে খুশকি তাড়ানোর কিছু উপায়।

 

 

১/২ কাপ উষ্ণ গরম পানিতে ১/২ কাপ অ্যাপেল সিডার ভিনেগার বা সাধারণ ভিনেগার মিশিয়ে চুলে লাগিয়ে কিছুক্ষণ হালকা হাতে ম্যাসাজ করুন। এরপর ভালো করে চুল ধুয়ে নিন। শ্যাম্পু করবেন না।

এক বাটি পানিতে ২ চা চামচ মেথি মিশিয়ে সারারাত রেখে দিন। সকালে সেটা পেস্ট করে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন ৩০-৪৫ মিনিট। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

বেশ কয়েকটা নিমপাতা ৪-৫ গ্লাস পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে পানি ছেঁকে তা দিয়ে চুল ধুয়ে নিন।

৩ টেবিল চামচ লবণ নিন। চুল সামান্য ভিজিয়ে গোড়ায় ম্যাসাজ করুন। কয়েক মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

২ টেবিল চামচ লেবুর রস মাথার তালুতে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। কয়েকদিন এভাবে ব্যবহার করলে ভালো ফল পাবেন।

চুল ধোয়ার ১৫ মিনিট আগে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন চুলের গোড়ায়।

রসুন থেঁতো করে মধুর সাথে মিশিয়ে মাথার ত্বকে লাগান। কিছুক্ষন রেখে ধুয়ে ফেলুন।

এক কাপ কুসুম গরম পানিতে এক চামচ বেকিং সোডা মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। বাড়িতে পুরানো শ্যাম্পুর বোতলে ভরেও ঝাকিয়ে নিতে পারেন। শ্যাম্পুর পরিবর্তে কয়েকদিন এটা ব্যবহার করুন।

আরও সংবাদ