আইসিইউতে খোকা, দেশে ফেরার আকুতি
ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত খোকাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। জীবনের শেষ বেলায় তিনি দেশে ফিরতে চান বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, খোকা ‘মুমূর্ষু’ অবস্থায় আছেন। তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন।
গত ১৮ অক্টোবর নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে ভর্তি হন খোকা। গত সোমবার তার শ্বাসনালি থেকে টিউমার অপরাসরণ করা হয়েছে।
খোকার ছেলে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন জানান, মঙ্গলবার থেকে তার বাবার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, হাসপাতালে শয্যাশায়ী খোকা বলেছেন, ‘জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। দেশের মাটি থেকে বিদায় হবে কি-না আল্লাহ জানেন।’