কুলাউড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কুলাউড়া উপজেলার হাজীপুর নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এভারগ্রীন হাজীপুরের উদ্যোগে এইচ এসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়।
এভারগ্রীন হাজীপুরে সভাপতি মিজানুর রহমান রুহিনের সভাপতিত্বে ও সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বশির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্ম্মা, সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, ওসমানী স্মৃতি পরিষদ মৌলভীবাজার শাখার আহবায়ক গাজী জাবের আহমদ, আব্দুল করিম ওবায়েদ, কটারকোনা ব্যবসায়ী সমিতির সভাপতি ইয়াকুব আলী, রুশন আলী, শাহনেওয়াজ উদ্দিন, শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।