রাজনগরে ট্রাক খাদে পড়ে চালক নিহত
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর-তারাপাশা সড়কের সালন এলাকায় ট্রাক উল্টে খাদে পড়ে এক চালক (২২) নিহত হয়েছেন। এঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে চালকের নাম পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, রবিবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে শমসের নগর যাওয়ার পথে পোল্ট্রি খাবার বোঝাই একটি ট্রাক (সিলেট মেট্রো ড- ১১-০৭৩১) রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর-তারাপাশা সড়কের বাধের উপর থেকে উল্টে খাদে পড়ে যায়। এঘটনায় ট্রাকের চালক ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে রাজনগর থানায় নিয়ে যায়। তবে নিহত ব্যাক্তির নাম পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।
রাজনগর থানার এসআই দীপক দাস বলেন, জানতে পেরেছি গাড়ির মালিকের বাড়ি সিলেটে। আমরা মালিকের খোঁজ করা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে নিহতের নাম পরিচয় এখনো জানতে পারিনি।