নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১৭
নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস রাস্তা থেকে নদীতে পড়ে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন বছরের শিশুসহ মোট সাত জন শিশু রয়েছে। গতকাল রোববার রাজধানীর কাঠমান্ডুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিন্ধুপালচকের একটি হাইওয়ে থেকে বাসটি ৫০ মিটার নিচের সানকুসি নদীতে পড়ে যায়।
জেলা কর্মকর্তা গোমা দেবি চেমজং দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ সময় আহত হয়েছেন আরও ৫০ জন। তাদের মধ্যে বাসের চালকও রয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
advertisement
সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে,বাসটিতে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত না হওয়া গেলেও দুর্ঘটনায় কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনীর একটি দল যাত্রীদের উদ্ধার কাজ চালাচ্ছে।
উল্লেখ্য,দেশটিতে নিম্নমানের রাস্তা আর বেহাল ফিটনেসের গাড়ি চলাচল ছাড়াও চালকদের বেপরোয়া ড্রাইভিংয়ে সাম্প্রতিক সময়ে নানা দুর্ঘটনা ঘটছে। সর্বশেষ গত মাসেও একটি বাস নদীতে পড়ে প্রায় ১১ জনের মৃত্যু হয়। ওই সময় দুর্ঘটনায় প্রায় শতাধিক আহত হন।