সিলেটের কোম্পানীগঞ্জ সড়কে চালু হচ্ছে বিআরটিসি বাস
যাত্রী ভোগান্তি কমাতে আজ (শনিবার) থেকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি)-এর বাস চালু হচ্ছে। তবে বাসের কাউন্টার ও পার্কিং ব্যবস্থা না করে তড়িঘড়ি করে বিআরটিসি’র বাসের কার্যক্রম শুরু করার অভিযোগ ওঠেছে।
জানা যায়, শনিবার সকাল সোয়া ১০ সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে বিআরটিসির বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। নগরীর আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রবাসী ও বৈদেশিক কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।
শনিবার সকালে বিআরটিসি বাস সার্ভিস চালু হওয়ার তথ্য জানিয়ে সিলেট ডিপোর ম্যানেজার জুলফিকার আলী বলেন, আমরা হঠাৎ করে মন্ত্রী মহোদয়ের শিডিউল পাই। বৃহস্পতিবার শিডিউল পাওয়ার পর আমরা কাউন্টার ও স্ট্যান্ডের জায়গা খোঁজাখুঁজি করি। এখনো পাইনি। আশাকরি কয়েকদিনের মধ্যে পেয়ে যাবো।