কারাগার থেকে ছাড়া পেলেন ব্রাজিলের সাবেক প্রধানমন্ত্রী লুলা
কারাগার থেকে ছাড়া পেয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। ১৯ মাস কারাভোগের পর শুক্রবার কারাগার থেকে ছাড়া পান দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত লুলা।
কুরিতিবা শহরের কারাগার থেকে বের হওয়ার পর হাজারো সমর্থককে হাত নেড়ে শুভেচ্ছা জানান বামপন্থি ওয়ার্কার্স পার্টির এই সাবেক নেতা। করতালি ও চিৎকার করে লুলাকে স্বাগত জানানো সমর্থকদের হাতে এসময় ছিল দলীয় লাল পতাকা ও ‘লুলা মুক্ত’ লেখা ব্যানার।
গত সপ্তাহে ব্রাজিলের সুপ্রিম কোর্ট সব ধরনের আপিল শেষ হওয়ার আগে কাউকে কারাগারে পাঠানো যাবে না বলে রায় দেয়। এরপরই হাজারো কারাবন্দির সঙ্গে লুলার মুক্তির পথও সুগম হয়।
৭৪ বছর বয়সী লুলা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। শুক্রবার কারাগার থেকে বের হয়ে তিনি বিজয় সূচক ‘ভি’ চিহ্ন দেখান।
এসময় তিনি প্রেসিডেন্ট জাইর বোলসোনেরোর অর্থনৈতিক নীতির সমালোচনা করেন এবং ব্রাজিলীয়দের উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন,‘জনগণ ক্ষুধার্ত, তাদের চাকরি নেই, তারা উবারের হয়ে কাজ করছে কিংবা মোটর সাইকেলে পিজা সরবরাহ করছে।’