জুড়ীতে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে র্যালী অনুষ্ঠিত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া জুড়ী উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, মোবারক র্যালি, মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় জুড়ী শিশুপার্কে উপজেলা তালামীয সভাপতি আইনুদ্দিন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম আরিফের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা আহবায়ক এম এ জলিল।
বিশেষ অতিথি ছিলেন- জেলা সদস্য সচিব কাউছার আহমদ, উপজেলা আল ইসলাহ সভাপতি মাও. আব্দুস সহিদ, মাও. আব্দুল আজিজ, হাফিজ বদরুল ইসলাম, মাওলানা তাজ উদ্দিন, হাফিজ আনফর আলী, হাফিজ মাওলানা সিরাজ উদ্দিন, উপজেলা তালামীযের সাবেক সভাপতি আয়াজুল ইসলাম, মাও. কাজী ময়নুল ইসলাম, হাফিজ রিয়াজ উদ্দিন,জেলা তালামীয নেতা কামরুল ইসলাম প্রমুখ।