রাজনগরে কলেজ ছাত্রীর উপর হামলাকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধ
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় রাজনগর সরকারি কলেজের ছাত্রী সুমী রাণী দেবর উপর হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে সোমবার সকাল ১১ টায় উপজেলার কুলাউড়া-সিলেট সড়কের কলেজ পয়েন্টে মানববন্ধনমানববন্ধন করেছে রাজনগর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
গত শনিবার দুপুরে কলেজ থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন কলেজ ছাত্রী সুমী রাণী দেব। ঐসময় ঘটনাস্থল থেকে জনতা – পুলিশ হামলাকারী এক বখাটেকে ঘটনাস্থল থেকে আটক করার সময় ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়।
কলেজ ছাত্রী সুমী রাণী দেব বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার ১১ নভেম্বর মানববন্ধনে বক্তব্য রাখেন- রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ মো.জিলাল উদ্দিন আহমদ,রাষ্ট্র বিজ্ঞান বিভাগীয় প্রধান শাহানারা রুবি, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রামানন্দ দেবনাথ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, রাজনগর থানার এসআই আবু মোকসেদ পিপিএম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাহি খান, সাধারণ সম্পাদক রিয়াজ খান, সিডো বাংলাদেশের সভাপতি মো. শাহ আবুবকর, তরুণ সনাতনী সংঘের উপজেলা সাধারণ সম্পাদক জনি কুমার দেব প্রমুখ।