বিদেশে নারী শ্রমিকের মৃত্যুর বিষয়ে সরকার জানে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বিদেশে নারী শ্রমিকের মৃত্যুর বিষয়ে সরকার কিছু জানে না। কারণ তাদের পাঠাতে কোন টাকা লাগে না তাই ১২শ ট্রাভেল এজেন্ট বিদেশে নারী শ্রমিক পাঠায়। তবে কাকে কোথায় পাঠালো সে তথ্য মন্ত্রনালয়কে জানায় না তাই যখন কোন ঘটনা ঘটে তখন বলা হয় মন্ত্রনালয় খেয়াল করে না। এ বিষয়টি এখন মন্ত্রনালয়ের জন্য একটি ঝামেলা ও দুশ্চিন্তার বিষয় বলে মন্তব্য করেন মন্ত্রী।

শুক্রবার রাতে সিলেটে কবি নজরুল অডিটোরিয়ামে অনির্বান শিল্পী সংগঠনের হেমন্ত উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়ার প্রাক্কালে পররাষ্ট্রমন্ত্রী গণমাশ্যমকে আরো বলেন, প্রবাসে ৬লক্ষ নারী শ্রমিক কাজ করে। এর মধ্যে ৩ লক্ষই কাজ করে সৌদি আরবে আর ব্রাক বিশ্ববিদ্যালয়ের একটি গবেষনা তথ্য অনুয়ায়ী গত চার বছরে ৫১ জন লাশ হয়ে দেশে ফিরেছেন। কি কারণে তাদের মৃত্যু হয়েছে আমরা জানি না। তবে কেউ কেউ বলছেন, তারা অনেকেই আত্যহত্যা করেছেন। আর এবছর প্রায় ৮ হাজার নারী শ্রমিক ফিরেছেন। কিছু নারী সংগঠন দাবি করছেন বিদেশে নারী শ্রমিক বন্ধ করে দেয়ার জন্য। তবে দেশের নীতি অনুয়াযী পুরুষ মহিলা মধ্যে কোন বিভেদ করবে না মন্ত্রনালয়। দেশে বা বিদেশে যারা বাসা বাড়িতে কাজ করেন তারা অনেকেই নির্যাতনের শিকার হন। আর বিদেশে ভাষাগত ও নিয়ম কানুনের জন্য আরো বেশি নির্যাতনের শিকার হন বলে মন্ত্রব্য করেন মন্ত্রী।

এরপর অনির্বাণ শিল্পী সংগঠন, সিলেট আয়োজিত দুদিন ব্যাপি অনির্বাণ হেমন্ত উৎসব ২০১৯ এর প্রথম দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন পররাষ্ট্রমন্ত্রী।

আরও সংবাদ