নারায়ণগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে বন্দরে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে। এ অভিযোগে ধর্ষক উজ্জলকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে উজ্জলকে তার বন্দর পুলিশ ফাঁড়ি সংলগ্ন বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার উজ্জল বন্দর রাজবাড়ি এলাকার ফারুক মিয়ার ছেলে।
বন্দর ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, গত ২ মাস পূর্বে বন্দর থানার আদমপুর চৌরাস্তা এলাকার ওই তরুণী শরীর চর্চার জন্য বন্দর গার্লস স্কুল সংলগ্ন একটি জিমে ভর্তি হয়। সে সূত্র ধরে ওই যুবতীর সঙ্গে জিম মালিক বন্দর রাজবাড়ি এলাকার ফারুক মিয়ার ছেলে উজ্জলের পরিচয় হয়।
পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
এক পর্যায়ে উজ্জল বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৩ নভেম্বর সকালে ফোন করে তরুণীকে তাদের বাড়িতে ডেকে আনে। পরে ওই দিন দুপুরে তরুণীকে ধর্ষণ করে। পরে ধর্ষিতা বিষয়টি তার পরিবারকে জানায়।
এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে শুক্রবার রাতে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই উজ্জলকে গ্রেফতার করে। ধর্ষিতা তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।