অভিনেত্রি নুসরাত গুরুতর অসুস্থ
ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী ও বসিরহাট তৃণমূল সাংসদ নুসরাত জাহান গুরুতর অসুস্থ।
রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা হলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, এখন অনেকটা ভালো আছেন নুসরাত জাহান। চিকিৎসক সন্দীপ মণ্ডলের তত্ত্বাবধানে আপাতত আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি।
নুসরাত জাহানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বিকেলে ছেড়ে দেওয়া হবে নুসরাতকে। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়েছিল। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
নুসরাতের অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেছেন তৃণমূলের শীর্ষ নেতারাও। তার অসুস্থতার খবর পেয়ে খোঁজ নিয়েছেন একাধিক নেতা, মন্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেও নুসরাতের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।