রাজনগরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক

মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের প্রবাসী সেলিম মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে রবিবার দিবাগত (১৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে ৪ ডাকাতকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার প্রবাসি সেলিম মিয়ার বাড়ির পাশের ব্রিজ সংলগ্ন খালি জায়গায় সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে অভিযান ওই স্থানে চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে আহাদ মিয়া (৩৮), পশ্চিমখাস নিজগাঁও গ্রামের সমাই মিয়ার পুত্র বুদন মিয়া বুদন (৩২), পানিসাইল গ্রামের তাহির আলীর পুত্র হাবিজ মিয়া হাফিজ (৩০), হায়পুর গ্রামের আনজব আলীর পুত্র বেলাই ওরফে শাহ আলম (৩২) কে আটক করা হয়। এ সময় তাদের কাছে ২টি রামদা, ১টি তালা ভাঙ্গার সাবল, ১টি হাতুড়ি পাওয়া যায়। আটক ৪ ডাকাতের বিরুদ্ধে মৌলভীবাজারের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ডাকাত আহাদ মিয়ার বিরুদ্ধে রাজনগর থানা, মৌলভীবাজার সদর ও কুলাউড়া থানায় ৭টি, ডাকাত বুদন মিয়া ওরফে বুদনের বিরুদ্ধে মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন থানায় ৬টি, হাবিজ মিয়া ওরফে হাফিজের বিরুদ্ধে রাজনগর, বড়লেখা ও কুলাউড়া থানায় ৬টি, বেলাই ওরফে শাহ আলমের বিরুদ্ধে রাজনগর থানায় ৪টি ডাকাতি মামলা রয়েছে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসেম ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক ডাকাতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

আরও সংবাদ