মানবাধিকার রক্ষায় বাংলাদেশ রোল মডেল
মানবাধিকার রক্ষায় বাংলাদেশ এখন উত্তম রোল মডেল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চাপ্টারের প্রেসিডেন্ট শেখ সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবাধিকার সুরক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় না দিলে মিয়ানমারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় গণহত্যার ঘটনা ঘটত।
বুধবার রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের সুপ্রিম কোর্ট চাপ্টারের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ সালাহউদ্দিন বলেন, মানবাধিকারের মূল বিষয়ই হল মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া। প্রত্যেককে জীবনের নিশ্চয়তা দিতে হবে। চিকিৎসা খাওয়া-দাওয়া, চলাফেরা ও কাজের নিশ্চয়তা দিতে হবে।
বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে।