রাজনগরে এক রেমিটেন্স যোদ্ধার অকাল মৃত্যু
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ডেফলউড়া গ্রামের কামরুল ইসলাম (২২) নামের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। তার বাবার নাম মো. আনিছ মিয়া। তিনি সৌদি আরবে একটি কোম্পানির মাটি কাটার মেশিন চালানোর কাজ করতেন।
অভাব-অনটনের সংসারে স্বচ্ছলতা পাওয়ার আশায় এক বছর আগে কামরুল ইসলামকে ধার-দেনা করে তার বাবা সৌদি আরবে পাঠান। সৌদি আরবে তিনি এস্কেভেটর চালানোর কাজ করতেন। সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০ টার দিকে সৌদি আরবের আল বিশা এলাকায় এস্কেভেটরের চেইন ছিড়ে গেলে তিনি পাশের খাদে লাফ দিয়ে পড়ে যান। এসময় এস্কেভেটর মেশিনটি তার উপরে পড়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান । সৌদি আরবে থাকা এক আত্মীয় কামরুলের মৃত্যুর খবর তার পরিবারকে জানান।
এতো অল্প বয়সে কামরুলের চলে যাওয়ায় তার পরিবার, প্রতিবেশী ও আত্মীয়স্বজন সবাই মর্মাহত।
পারিবারিক সূত্রে জানা যায় মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।