রাজনগরে বিএনপি নেতার উপর হামলা, আহত ২
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির সহ- সাধারণ সম্পাদক সৈয়দ ইকরাম হোসেনের উপর হামলা করা হয়েছে, এতে ইকরাম হোসেন সহ আরো একজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে গতকাল রবিবার ১ ডিসেম্বর রাত ৮ টার দিকে রাজনগর উপজেলা সদরের বাজারে একটি কনফেশনারী দোকানে তিনি এক কর্মীর সাথে গল্প করছিলেন, এসময় তার নিজ দলের চারজন হঠাৎ করে চুরি দিয়ে মাথা ও সমস্ত দেহে চুরিকাগাত করে চলে যায় । দলীয় কোন্দলের জের ধরে অপর গ্রুপের কর্ওমীরা ঐ দোকানে তার উপর অর্তকিত হামলা চালায়। এ সময় তিনি মারাত্মক আহত হন। তাকে প্রথমে মৌলভীবাজার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে রাতেই সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় তার সাথে গল্প করতে থাকা দলের আরেক কর্মী সন্ত্রাসী কর্মকান্ড থামাতে গিয়ে আহত হয়েছেন, তার নাম আব্দুল মোত্তাকিন শিপলু। তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এপর্যন্ত কোন মামলা হয়নি বলে জানিয়েছেন রাজনগর অফসার ইনচার্জ আবুল হাসিম।