মৌলভীবাজারে জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন


মৌলভীবাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ জাতীয় স্কুল কাবাডি প্রস্তুতিমূলক প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের আয়োজনে কাবাডি উপ-কমিটির আহবায়ক আজমল হোসেনের সভাপতিত্বে মৌলভীবাজার জেলা ষ্টেডিয়ামের শেখ রাসেল ইনডোর ষ্টেডিয়ামে প্রতিযোগীতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক নাজিয়া শিরিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারুক আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
খেলায় বালক-বালিকাদের মধ্যে ২০টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিনে ৫টি দল অংশগ্রহন করে। খেলা চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। বালক-বালিকাদের মধ্যে ফাইনালে বিজয়ী দুটি দল বিভাগীয় পর্যায়ে অংশগ্রহন করবে।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ বাহিনীর কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ