সিলেটের মাওলানা মুজিবুর রহমান ভাদেশ্বরীর ইন্তেকাল

সিলেটের প্রখ্যাত আলেম নগরীর রেল গেইট জামে মসজিদের প্রধান খতিব মাওলানা শেখ মুজিবুর রহমান ভাদেশ্বরী আর নেই। আশেকান মুরিদান মুহিব্বিনসহ সকলকে কঁদিয়ে আজ বুধবার সকালে চির বিদায় নিয়েছেন তিনি। ভোর ৫টা ৪০ মিনিটে সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে ইন্তোকল কলেছেন (ইন্নইলিল্লাহি ………রাজিউন)।

নগরীর কুয়াপারস্থ নিজ বাস ভবনে ভোর সাড়ে ৪টায় অজু পড়ার সময় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।তিনি ৬৬ বৎসর বয়সে ইন্তেকাল করেছেন। মৃত্যূকালে ৫ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্যা মুরিদান ভক্ত ও আশেকান রেখে গেছেন।

তিনি উপ মহাদেশে ওলীকুল শিরোমনি শামসুল উলামা আল্লামা ফুলতলী (র:) অন্যতম খলিফা ছিলেন।

বৃহত্তর সিলেটসহ বিভিন্ন জেলায় তার ভক্ত ও আশেকান রয়েছেন। তিনি জালালপুর আলীয়া মাদ্রাসার শিক্ষক, ওসমানীনগর গোয়ালাবাজার খাদিমপুর কাঠালখাইড় হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্টসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন।

তার পিতা মাওলানা শেখ আব্দুর রকিবও একজন খ্যাতিমান আলেম ছিলেন। আজ বাদ আছর মরহুমের নিজ এলাকা ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে তার পিতার কবরের পাশে দাফন করা হবে।
এশিয়াবিডি/শেখ মোজাহিদ

আরও সংবাদ