সিলেটে শেষ হল সূর্যগ্রহণ

আজ বৃহষ্পতিবার ২৬ ডিসেম্বর ২০১৯ সিলেটসহ সারা দেশের বিভিন্ন স্থান হতে আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে। আংশিক সূর্যগ্রহণ শুরু সকাল ৯ টা ২ মিনিটে। সূর্যগ্রহণের সর্বোচ্চ পর্যায় ছিল সকাল ১০টা ২৮ মিনিটে। গ্রহণ শেষ হয় দুপুর ১২টা ৬ মিনিটে।

দেশের অন্যতম বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র সূর্যগ্রহণ পর্যবেক্ষণে দেশের বিভিন্ন স্থানে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজন করে। শৌখিন জোর্তিবিদ আজহারুল হকের নেতৃত্বে অনুসন্ধিৎসু চক্রের কেন্দ্রীয় ক্যাম্পটি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে।

এ সময় সূর্যগ্রহণের ছবি ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা হয়। চক্রের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা গেলেও সৌদি আরব, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ হতে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ