ভুয়া ছবিতে ভাইরাল ছাত্রলীগের সনজিত ও নূরের অনুসারী সিপাত!


রামদা হাতে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রামদা হাতে সনজিতের এমন একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এর আগে কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাবি ছাত্র সিফাতের চাপাতি হাতে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল।

তবে সনজিতের ছবিটি ইডিট করে বসানো হয়েছে বলে জানা গেছে। সনজিতের ছাতা হাতে ধরে রাখা একটি ছবি ফটোশপের মাধ্যমে ইডিট করে সেখানে রামদা জুড়ে দেয়া হয়েছে। ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে বাকযুদ্ধ। অনেকে বলছেন ছবিটি ইডিট করা আবার অনেকে এটিকে আসল ছবি মনে করছেন।
মো. রেজাউল হক নামে একজন ফেসবুকে সনজিত এবং সিফাতের ছবি পোস্ট করে লিখেছেন, দুইটা ছবিই মিথ্যাচারের। একজন সবজি কেটেছে, আর সনজিতের হাতে ছিল ছাতা। এই প্রজন্ম ঠিক মিথ্যাচারের মধ্য দিয়েই রাজনৈতিক চর্চা করছে।

তবে আনন্দের বিষয় এই যে, দুই পক্ষই মিথ্যাচারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই প্রজন্ম নিয়েই আমরা সোনার বাংলা বিনির্মাণের স্বপ্নে বিভোর! এই বিদ্বেষ আর রেষারেষির রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে না আসলে আগামী প্রজন্ম আর আগামীকাল আমাদের জন্যে অনেক বিভীষিকাময় হবে!

এ বিষয়ে জানতে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাসের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তাদের পাওয়া যায়নি।

আরও সংবাদ