দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু।
দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়।সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পশ্চিম পাইকপাড়ায় ঘটনাটি ঘটে।(২৬ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ঘটিকায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানাযায় বিদ্যুৎতে স্পৃষ্ট হওয়া যুবক আবুল হাশেম (৩৮) বড়খাল গ্রামের মোস্তফা কামালের ছেলে। মৃত আবুল হাশেম পশ্চিম পাইকপাড়া আবু বক্কর হুজুরের জামাতা হাঃনেছার উদ্দিনের একটি পোলট্রি ফার্মে দীর্ঘ দু,বছর যাবৎ কাজ করতো। আবুল হাশেম সকাল দশ ঘটিকায় বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনে ঘেঁষা শিমুল গাছ দিয়ে সুপারি গাছে উঠবার চেষ্টা করলে এই হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত হয়।দু,ঘন্টা বিদ্যুৎ লাইন, শিমুল গাছও সুপারি গাছে ঝুলে থাকে। খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই মঞ্জুরুল হক নেতৃত্বে সহযোগী টিম সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুলে থাকা মরদেহ উদ্ধার করেন।এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার এসআই মঞ্জুরুল হক,বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য মোশাররফ হোসেন (সৌরভ) ও সাংবাদিক বৃন্দ প্রমুখ । উল্লেখ্য আবুল হাশেম (৩৮) মৃত্যুতে এলাকাজুড়ে আতম্ক বিরাজ করছে,পাশাপাশি তার মৃত্যুর পেছনে কানাঘুষা ও কাজ করছে।কে বা কারা, কার নির্দেশে সকাল ভেলা সুপারি গাছে উঠা তা নিয়ে স্থানীয়দের মাঝে কানাঘুষা রয়েছে। দোয়ারাবাজার থানা এসআই মঞ্জুরুল হক বলেন মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপালের মর্গে প্ররণ করা হয়।দোয়ারাবাজার থানার ওসি মোঃ আবুল হাশেম বলেন বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু সত্যতা নির্ণয় করে দোয়ারাবাজার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এশিয়াবিডি/ইসমাইল/শেখ মোজাহিদ