৮ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু
শ্রীমঙ্গল উপজেলার কামারগাঁও গ্রামে স্বামীর মৃত্যু ৮ ঘন্টা ব্যবধানে স্ত্রীর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
জানা যায় বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৭ টা ৫১ মিঃ বীর মুক্তিযোদ্ধা হামিদ ময়না মিয়া ইন্তেকাল করেন। পরদিন শুক্রবার ১১ টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় মর্যাদায় ইজরাগাঁও মাঠে নামাজের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুর রহমান মামুন, শ্রীমঙ্গল থানা ওসি (তদন্ত) মো. সোহেল রানা, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার কুমুদ রঞ্জন দেবসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নামাজের জানাযায় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন জানাযায় অংশ নেয়।
স্বামীর মৃত্যুর ৮ ঘন্টা ব্যবধানে স্ত্রী ফরিদা বেগম বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ইন্তেকাল করেন। মরহুমের নামাজের জানাযা শুক্রবার বাদ জুম্মাহ কামারগাঁও ঈদগাঁ মাঠে অনুষ্টিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাদের পারিবারিক সুত্রে জানা যায়, মরহুম হামিদ ময়না মিয়া কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভোগছিলেন এবং তার স্ত্রী মরহুম ফরিদা বেগম ক্যান্সারজনিত রোগে আক্রান্ত ছিলেন।
তাদের মৃত্যুতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ