এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নতুন নেতৃত্ব: জাবির সভাপতি, আজহার সম্পাদক

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে জাবির আহমদ সভাপতি ও আজহার উদ্দিন শিমুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে নির্বাচনী কার্যক্রম শেষে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শওকত হোসেন ও মো. তৌফিক এজদানী চৌধুরী কমিটি ঘোষণা করেন।

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ২০১৯-২০ সেশনের কার্যকরী কমিটির সহ-সভাপতি দিলীপ পাশী, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ আহমদ, দপ্তর ও কোষাধ্যক্ষ মোহাম্মদ রুম্মান আহমদ, ইমরান ইমন ও কাওছার আহমদকে নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়।

সংগঠনের সদ্য সাবেক সভাপতি সোহেল আহমদ কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য; সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন হিসেবে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ২০১৭ সালে আত্মপ্রকাশ করে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ