ঢাকায় সূর্যের দেখা মিলেছে, শীতে কাঁপছে তেঁতুলিয়া 

তীব্র শীত আর ঘন কুয়াশায় রাজধানী ঢাকায় সূর্যের দেখা মিলছিল না। অবশেষে সূর্যের দেখা পেল ঢাকাবাসী।

তবে ঢাকায় সূর্যের দেখা মিললেও দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে চলছে শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া উপজেলায় ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রোববার আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, সকাল ৬টা ৪০ মিনিটে ঢাকায় সূর্যোদয় হয়। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

সারা দেশে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, শ্রীমঙ্গল, কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের উপর মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এবং এটি অব্যাহত থাকবে।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

যেসব এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে:

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদীতে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুরে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, তেঁতুলিয়ায় ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ডিমলায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাটে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং চুয়াডাঙায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস  নিচে আসলে সেটিকে শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানিয়েছেন, আগামী তিন  দিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। দেশের কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল থেকে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ