প্রশাসনকে জন আস্হা অর্জন করতে হবে: দুদক চেয়ারম্যান

রাষ্ট্রের মালিক হচ্ছে জনগন। সরকারী চাকুরীজীবীরা হলেন জনগনের সেবক। প্রশাসনকে জনআস্থা অর্জন করতে হবে যাতে দেশের প্রতিটি লোক সঠিক সেবা পায় এবং প্রশাসনের প্রতি যেন আস্থাশীল হয়।

রবিবার(২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতিমুক্ত সরকারি সেবা:”দুর্নীতির অভিযোগের প্রকৃতি” বিষয়ে মৌলভীবাজার জেলা প্রর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে মাঠ পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন,আমাদেরকে চেয়ারের মায়া ত্যাগ করতে হবে,আমরা চলে যাবো কিন্তু চেয়ারটা তার যায়গায় থাকবে তাই আমরা যে যায়গায় আছি সে যায়গা থেকে জনগনের আস্থা অর্জন করে দেশকে এগিয়ে নিতে হবে। জনগন যাতে কোনো ধরনের হয়রানির স্বীকার না হয়। তিনি বলেন, আমরা যে সকল দুর্নীতির অভিযোগ পেয়েছি তা নির্মুলের চেষ্টা করেছি তাই আমাদের সবাইকে সযাগ থাকতে হবে।

মোলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার),সিভিল সার্জন ডাঃ শাহজান কবির চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা,মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ মোঃ ফজলুল আলীসহ জেলার সকল শ্রেনীর সরকারি কর্মকর্তা ও কর্মচারি সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।

এশিয়াবিডি/সামাদ/সাইফ

আরও সংবাদ